শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১


ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:২৮

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৫:৩৫

ছবি সংগৃহীত

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপি’র বিশেষ টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অবৈধ প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে চিনাকান্দি সীমান্তের ১২১০/৪-এস পিলারের কাছাকাছি, বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামকস্থান থেকে এই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার শিলডোয়ার গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (২৪), একই থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা মো. মোবারক হোসেন (২৫)।

তারা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ১ লাখ ১ হাজার ১৮৭ টাকা উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top