শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১


আন্দোলনে হত্যাকাণ্ড : ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৬

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৬:২৭

ফাইল ছবি

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও মো. ফারুক তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আন্দোলনে কলেজ শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ হত্যা মামলার এজাহারনামীয় আসামি বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইদিন ফেনী মডেল থানায় করা সবুজ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন বাহারকে তিন দিন এবং আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আবুল খায়ের ও ছাত্রলীগ নেতা ইমরান হাসান ফাহিমকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ফেনী মডেল থানায় করা পৃথক দুইটি মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ড আবেদন করেন। আদালত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে নির্বিচারে গুলি করে অস্ত্রধারীরা। এতে ৯ জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি ও সিসি ফুটেজে দেখা গেছে, অস্ত্রধারীরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top