শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫ ১৩:১৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৮:০০

ছবি সংগৃহিত

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক মাহফুজ রহমান বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, রাতে একটি মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে মোবাইলসহ বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে সে ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। এসময় পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিল। সেখানে ছাত্র-জনতার সঙ্গে সেও প্রবেশ করে। পরবর্তী ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছি। এছাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়কের সঙ্গেও কথা বলার প্রমাণ পেয়েছি। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, খোঁজ-খবর নিয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top