৭৫ হাজার টাকায় বিক্রি, ৫৪ কেজির বাগাড় মাছ
প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫ ১৭:১২
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:০৬

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ৪২ কেজি ওজনের বিশাল আকারের একটি বাগাড় মাছ ধরা পরেছে। মাছটি ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পদ্মা নদীর কাজীহাট এলাকায় মাছটি ধরা পরে।
দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে আসলে মাছটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৭১ হাজার ৪০০ টাকায় ক্রয় করেন ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
এ সময় বিশাল আকারের এই বাগাড় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ৪২ কেজি ওজনের বাগাড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৭৫ হাজার ৬০০ টাকায় অনলাইনে যোগাযোগের মাধ্যমে সিলেট জেলায় একজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।
শাহজাহান শেখ বলেন, পদ্মা ও যমুনা নদীতে জেলেরা অন্যান্য মাছের সঙ্গে বাগাড় মাছও প্রকাশ্যে শিকার করছেন। বাজারে শত শত মানুষের উপস্থিতিতে নিলামে বিক্রি হচ্ছে। প্রকাশ্যে শিকার করা হয়, বিক্রি হলে আমাদের কিনতে দোষ কীসের?
স্থানীয় কয়েকজন মৎস্যজীবী জানান, রাজবাড়ী ছাড়াও পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা ভাসান জালে পাঙাশ, রুই, কাতলা মাছের পাশাপাশি বাগাড় শিকার করছেন।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা জানান, ৪২ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পরার বিষয়টি আমার জানা নেই। আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
বাগাড় বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২–এর আওতাভুক্ত হওয়ায় ব্যবস্থা নিতে পারি না। মৎস্য সংরক্ষণ আইনের আওতায় আনতে বিভিন্ন মহলে বিষয়টি উত্থাপিত হচ্ছে। তবে বন বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্য প্রাণী সংরক্ষণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ব্যবস্থা নিতে পারে।
উল্লেখ্য: আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, বাগাড় শিকার করা, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও প্রকাশ্যে বিক্রি অব্যাহত রয়েছে। ইলিশ, পাঙাশ, রুই, কাতলা মাছের সঙ্গে পদ্মা ও যমুনা নদীতে কোনো বাধা ছাড়াই জেলেরা শিকার করছেন মহাবিপন্ন প্রাণী এই বাগাড়।
আপনার মূল্যবান মতামত দিন: