শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে’


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫ ১৫:৩৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:০৬

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল। নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠান উপলদ্ধি করেছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। এটি করতে আমরা বদ্ধ পরিকর।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সংসদীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে নির্বাচন হবে। আমাদের দেখতে হবে সার্বিক রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐক্যমতের বিষয় আছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব বলেছেন। এই সময় কি পরিমাণ সংস্কার হবে তার ওপর নির্ভরশীল। সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কমিশনগুলো সুপারিশমালাও জমা দিয়েছে। প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করবে। এটির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত মতামতগুলো নেওয়া হবে। এর ওপর ভিত্তি করে আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধন-পরিবর্তন করা হবে। এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে প্রাক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে ইভিএমে ভোটগ্রহণ না করার ব্যাপারে। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না।

ভোটার তালিকা হালনাগাদকরণ নিয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা ভোটার তালিকা হালনাগাদকরণ শুরু করেছি। এটির মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে শুরু করে ভোটগ্রহণ, ফলাফল ঘোষণা পর্যন্ত যা কিছু আছে সবকিছু স্বচ্ছ ও সুষ্ঠু হবে।

এর আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ নির্বাচন কর্মকর্তারা। এরপর তিনি নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার হালনাগাদকরণ কার্যক্রম পরিদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top