নারায়ণগঞ্জে ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার ভাঙলেন আইনজীবীরা
প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৬:৪০

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ এবং জেলা আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ম্যুরালটি প্রথমে ভাঙা হয়। এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের ম্যুরালটিও ভাঙা হয়। একপর্যায়ে জেলা প্রশাসন ভবনের নিচ তলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারেও ভাঙচুর করে বিএনপির লোকজন।
এ সময় আইনজীবীদের নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য রফিক আহমেদ, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকির।
আপনার মূল্যবান মতামত দিন: