শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


কুমিল্লা আদালত চত্বরের শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৪:৪১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালত চত্বরে বিপুলসংখ্যক আইনজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিল।

এর আগে, বৃহস্পতিবার রাতে সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের বাড়ি ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আবু রায়হান তার ফেসবুক পোস্টে আদালত চত্বরের ম্যুরাল ভাঙার ঘোষণা দেন।

ম্যুরাল ভাঙা শেষে মো. আবু রায়হান সাংবাদিকদের বলেন, এই কুমিল্লায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন রাখা হবে না। যেখানেই তাদের চিহ্ন পাওয়া যাবে, তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

তিনি আওয়ামী আইনজীবীদের উদ্দেশে বলেন, এই আদালতে বার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী আইনজীবীরা আদালতে প্রবেশের পাঁয়তারা করছে।

যারা আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের হুঁশিয়ার করে বলছি, আপনারা সাবধান হয়ে যান, আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করলে আপনাদেরও একই পরিণতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, যুগ্ম আহ্বায়ক মো. তারেক মাহমুদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top