শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


দিনাজপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৩৮

ছবি সংগৃহীত

দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি ও দিনাজপুর ৪২ বিজিবির মাদক বিরোধী অভিযানে উদ্ধার করা ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ২৮০ টাকার মূল্যে অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান ।

এসময় বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, জয়পুরহাট বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ পিএসসি, এলএসসি, দিনাজপুর ৪২ বিজিবির ব্যাটালিয়ন লে. কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি, ফুলবাড়ী ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিম, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিব্বুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top