বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩৩

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিসি ক্যামেরা স্থাপন করেছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস-এর ৯৭৮ নম্বরের পাশে একটি ইউক্লিপটাস গাছে রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এটি বাংলাদেশের দিকে তাক করে বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা স্থাপন করে।

পরে সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানান এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। তবে দুপুর ২টা পর্যন্ত এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নেয়নি বিএসএফ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত আলোচিত দুই দেশের এক মসজিদটি পুনঃনির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আঁধারে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।

কুড়িগ্রাম-২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান বলেন, শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top