শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৩৯

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ডিঙি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছেনে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাছান (৩০), আবদুর রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ডিঙি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌঘাটের সভাপতি বশির আহমেদ বলেন, সকালে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ডিঙি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যায়। পরে আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। এতে সাধারণ জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top