পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, প্রাণে বাঁচল অর্ধশত শিক্ষার্থী
প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:৪৬

রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিক বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অর্ধশত শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে। তবে ট্রাকের চালক সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালক নগরীর চন্দ্রিমা থানার বাচ্চুর মোড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ৩টি বাস নাটোর জেলার লালপুরের গ্রিন ভ্যালিতে পার্কে যাচ্ছিল। বাসগুলো পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পৌঁছালে সেখানে একটি বালুবাহী ট্রাক নাজিম অ্যান্ড সন্স নামের বাসটিকে পেছনে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে থাকা চালক সুইট আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়।
বাসের চালক জানান, ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয়। ভেতরে ট্রাকের চালক আটকে ছিল। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অন্য বাসে যাত্রীদের পাঠানো হয় পিকনিকে।
আতঙ্কিত কয়েকজন শিক্ষার্থী বলেন, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে উঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।
বিষয়টি নিয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এবিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: