বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


৬ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১

আপডেট:
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিমুল (২০) নামের এক যুবককে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকায় এই ঘটনা ঘটে। আটক শিমুল পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো. শরীফের ছেলে এবং কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

শিশুটির প্রতিবেশীদের সূত্রে জানা যায়, শিমুল ও শিশুটির পরিবার কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিমুল একটি রিকশা গ্যারেজে কাজ করেন। সেখানে আসা-যাওয়ার সময় সু-কৌশলে শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। পরে এলাকাবাসী শিমুলকে আটক করে গণধোলাই দিলে ধর্ষণের কথা শিকার করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, শিমুল এলাকাবাসীর কাছে বলছেন, বাথরুমে নিয়ে গিয়ে আজই প্রথম এই কাজ করেছি। আর জীবনে এমন কাজ করব না। আমাকে মাফ করে দেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথমে ছেলেটিকে উদ্ধার করি। কারণ সেখানে শত শত লোক জমায়েত হয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত শিমুল পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top