শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


প্রাইভেটকার ভর্তি মদের বোতল রেখে পালাল ড্রাইভার


প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫ ১২:৩২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৩৩

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) রাতে এই অভিযান চালানো হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সাদা টয়োটা প্রিমিও প্রাইভেটকারে করে চোরাকারবারিরা ভারতীয় চোরাই মদ পরিবহন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গলইভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি লক করে ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ মিস্ত্রির সাহায্যে গাড়ির লক খুলে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ১৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর বাজারমূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধোবাউড়া থানার ওসি আল-মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যারা এ কাজে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই অভিযানে ব্যবহৃত ২৮ লাখ টাকা মূল্যের প্রাইভেটকারটিও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চোরাই মদ পরিবহনের এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top