মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


নাফ নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫ ১৪:১৬

আপডেট:
২৩ মার্চ ২০২৫ ১৪:৩৩

ছবি সংগৃহীত

মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) টেকনাফ সাবারাং সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ বেলাল এই সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি বলেন, নিখোঁজ হওয়া আমাদের বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ফাঁড়িতে আনা হচ্ছে।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এতে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় নিখোঁজ হন বিজিবি সদস্য বেলাল।

পরবর্তীতে, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় চার রোহিঙ্গার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এদের মধ্যে এক শিশু ও তিনজন নারী রয়েছে। স্থানীয় লোকদের সহায়তায় মরদেহ উদ্ধার করে বিজিবি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top