মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেটসহ আটক ২


প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫ ১৫:৩৩

আপডেট:
২৫ মার্চ ২০২৫ ১৮:৩৪

ছবি সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রায় কোটি টাকার বিদেশি সিগারেটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, ৬৩ হাজার ৮০০ প্যাকেটে মোট ১২ লাখ ৭৬ হাজার শলাকা রয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। জব্দ করা সিগারেট ও পিকআপসহ আটক দুজনকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top