শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


মাদারীপুরের শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৬


প্রকাশিত:
১ আগস্ট ২০২১ ১৪:৫১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২১:৪০

ছবি-সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামের টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরও চার জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মাসুদুর রহমান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোলপ্লাজার কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। মালামালের ওপর আট থেকে ১০ জন সাধারণ যাত্রী বসেছিলেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। কারও পরিচয় এখনও শনাক্ত হয়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top