বুধবার, ২৬শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ বসতঘর


প্রকাশিত:
২৫ মার্চ ২০২৫ ১১:৫৫

আপডেট:
২৬ মার্চ ২০২৫ ০২:২৫

ছবি সংগৃহীত

বান্দরবানে জেলা সদরের সড়ক ও জনপদ কলোনির স্টাফ কোয়াটারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৯টার দিকে হঠাৎ করে সিএমবি কলোনীতে আগুন দেখতে পাই। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেন। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকাসহ আটটি বসতঘর।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলেন এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top