রবিবার, ৩০শে মার্চ ২০২৫, ১৬ই চৈত্র ১৪৩১


কুমিল্লায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পথশিশুদের ঈদের পোশাক


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫ ১৪:৪৫

আপডেট:
৩০ মার্চ ২০২৫ ২১:২৯

ছবি সংগৃহীত

কুমিল্লায় টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত পথশিশুদের নতুন পোশাক উপহার দিয়েছেন লাল সবুজের শিক্ষার্থীরা। আসন্ন ঈদ আনন্দ পথশিশুদের মধ্যে ভাগাভাগি করে নিতেই তাদের এই উদ্যোগ।

দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি মাসে একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের এই উদ্যোগে ঈদের হাসি ফুটছে ছিন্নমূল শিশুদের মুখে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লা রেল স্টেশনে শিশুদের এই উপহার দেওয়া হয়।

যা আসন্ন ঈদ উপলক্ষে দেশজুড়ে বিভিন্নস্থানে পালন করার কথা জানিয়েছে সংগঠনটি।

প্রধান অতিথির উপস্থিতিতে সুবিধাবঞ্চিত পথ শিশুদের হাতে ঈদের নতুন জামা উপহার দেন কুমিল্লা মেডিকেল কলেজ ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম এম হাছান।

এ সময় লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শিক্ষিকা সেলিনা পারভীন, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, ডা. কাদিরুল কাউছার আলমিন, ডা. রবিউল হোসেন পাটোয়ারী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানান, সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। আগামী তিনদিন ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে ১০টি জেলায় এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিবেন তারা।

লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১৪ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ ও ঈদের নতুন পোশাক উপহার বিতরণ করে আসছেন তারা। আজ দুপুরে কুমিল্লার দেবিদ্বার ও বিকালে চান্দিনা উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top