সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


কক্সবাজারে কেএফসি-পিৎজা হাটে ভাঙচুর


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫ ১৬:২৭

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২১:০৭

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে কেএফসি, পিৎজা হাট ও পানসি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার (৭ এপ্রিল) অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সুগন্ধা এলাকায় একদল তরুণ এই রেস্তোরাঁগুলোতে ভাঙচুর চালায়।

এর আগে আজ সকাল থেকে জেলার স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচি পালন করছে।

মিছিলে থাকা কলেজ শিক্ষার্থী বলেন, আজ থেকে কক্সবাজারে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। যেখানে থাকবে সেখানেই হামলা হবে।

আরেক শিক্ষার্থী বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অনুরোধ করবো ইসরায়েলকে অর্থ জোগান দেওয়া সব পণ্য বয়কট করেন। এসব অর্থ দিয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করছে।

এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। মিছিলটি সুগন্ধা পৌঁছালে পেপসি ও কোকাকোলার সাইনবোর্ড দেখে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top