সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


দিনাজপুরে এলজিডি ভবনে আগুন, পুড়ে গেছে নথিপত্র


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫ ১৪:৩৩

আপডেট:
১৪ এপ্রিল ২০২৫ ০০:৩৫

ছবি সংগৃহীত

দিনাজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ঘণ্টার অবিরাম চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। এ সময় চতুর্থ তলায় রেস্ট হাউজে আটকা পড়ে আহত হয়েছেন দুই সরকারি কর্মকর্তা।

ভবনে আটকে পড়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মুন্না হোসেন।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। ৫ মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই। ধারণা করা হচ্ছে ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চতুর্থ তলায় দুই প্রান্তে দুটি কক্ষে ২ জন আটকা পড়েছিলেন। তাদের একজনকে জানালার গ্রিল কেটে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের কিছু ফাইলপত্র পুড়ে গেছে। চতুর্থতলার আবাসিক কক্ষে দুইজন গেস্ট ছিলেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমরা কাজ করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top