শনিবার, ২৪শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২


সোনামসজিদ বন্দরে কাস্টমস কর্মবিরতিতে আমদানি-রফতানি বন্ধ


প্রকাশিত:
২৪ মে ২০২৫ ১৮:৪০

আপডেট:
২৪ মে ২০২৫ ২৩:৩৬

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (২৪ মে) সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক শূন্যরেখা পর্যন্ত এলেও কাস্টমস ছাড়পত্র না পাওয়ায় তা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে তাঁরা অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনামসজিদ স্থল কাস্টমসের এক কর্মকর্তা বলেন, ‘এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। আজ বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।’

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাঈনুল ইসলাম জানান, সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেনি। ভারতীয় ট্রাকগুলো শূন্যরেখা থেকে ভারতের মহদিপুর বন্দরে অপেক্ষা করছে। ওপারে আমদানি পণ্যবাহী কয়েক শত ট্রাক আটকা পড়ে রয়েছে।

এর আগে গত এক সপ্তাহ ধরে আন্দোলনরত কর্মকর্তারা প্রতিদিন পাঁচ ঘণ্টা করে ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করেছেন। তবে ওই সময় সোনামসজিদ স্থলবন্দর এ কর্মসূচির আওতামুক্ত ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top