শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


বাবার বাইক থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হলো মেয়ে


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ১২:৫৮

আপডেট:
৫ জুলাই ২০২৫ ০১:০৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যশোরের চৌগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া ইসলাম মৃধা (২৩) চৌগাছা পৌর শহরের বংশরীপুর মহল্লার বাসিন্দা ও মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মহিদুল ইসলাম মৃধা‌।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আফিয়া তার বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। চৌগাছা বাজার ব্রিজের কাছে মোটরসাইকেল থামিয়ে আফিয়ার বাবা মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আফিয়া সড়কের ওপর ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হন। ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আফিয়ার মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের সিদ্ধান্ত পেলে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top