মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


ঘুমিয়ে পড়েছিলেন চালক, যাত্রীসহ বাস গিয়ে পড়ল খাদে


প্রকাশিত:
২৪ জুন ২০২৫ ১১:৪৭

আপডেট:
১৫ জুলাই ২০২৫ ২০:১২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলার মাহবুবনগর এলাকায় শান্তি পরিবহনের একটি নৈশকোচ রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামগড় থানা পুলিশ জানায়, রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আহত যাত্রী খোরশেদ আলম বলেন, সকাল সাড়ে ৫টার দিকে বাসটি মাহবুবনগর পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এরপর বাসটি রাস্তার বাইরে গিয়ে খাদে পড়ে যায়।

অপর আহত যাত্রী মো. ইব্রাহিম অভিযোগ করেন, বাসটি সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসে। শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। মুন্সিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলেও সৌভাগ্যক্রমে বড় দুর্ঘটনা ঘটেনি। আমরা চালককে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তিনি কর্ণপাত করেননি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা প্রয়োজনীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করি। বাসটিকে খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। চালক বর্তমানে পলাতক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top