শুক্রবার, ১১ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


স্কুল প্রতিষ্ঠার ৪৩ বছর পর জিপিএ-৫ পেলো আফরোজা


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৮:২১

আপডেট:
১১ জুলাই ২০২৫ ০৪:৪১

ছবি সংগৃহীত

৪৩ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্মমঠ উচ্চ বিদ্যালয়। এই দীর্ঘ সময়ে গোল্ডেন জিপিএ-৫ পায়নি স্কুলটির কোনো শিক্ষার্থী। এবার সেই রেকর্ড ভেঙ্গে প্রথমবারের মতো গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা আক্তার রাইসা। রাইসার অর্জনে বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের এর আগে কেউ কখনো সর্বোচ্চ মানের ফলাফল অর্জন করতে পারেনি। এবার মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে ইতিহাস গড়েছেন আফরোজা নামের এই শিক্ষার্থী।

আফরোজা দক্ষিণ টনকী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুল হান্নানের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, এটা আমাদের স্কুলের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এমন অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী সবার পরিশ্রমের ফসল।

আফরোজার বাবা বলেন, মেয়ের এমন ফলাফলে আমি গর্বিত। পড়াশোনায় ওর আগ্রহ ছিল, আমিও সর্বোচ্চ সহযোগিতা করেছি। আমি মেয়ের স্বপ্ন পূরণে চেষ্টা করবো। বাকি আল্লাহ তায়ালা ভাগ্যে যা লিখেছেন তাই হবে।

চলতি বছর কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, পাস করেছে ৫২ জন। পাশের হার ৭৮.৭৯ শতাংশ, যা উপজেলায় তৃতীয় অবস্থানে নিয়েছে বিদ্যালয়টিকে। পুরো আখাউড়া উপজেলায় মোট ৬৩ জন জিপিএ-৫ পেয়েছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top