সাতক্ষীরায় এনসিপির কর্মসূচিতে ১০ সাংবাদিক গরমে অসুস্থ
প্রকাশিত:
১২ জুলাই ২০২৫ ১৮:৩৮
আপডেট:
১২ জুলাই ২০২৫ ২১:৫৯

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক গরমে আক্রান্ত হয়েছেন। তীব্র দাবদাহ, দীর্ঘ সময় অপেক্ষা এবং আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
আক্রান্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন— যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি আহসান রাজিব, আমাদের সময়ের মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, ইদ্রিস আলী, জাকির হোসেন, মাসুদ রানা, এবং সাংবাদিক ইদ্রিস। তাদের মধ্যে অনেকে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকদের অভিযোগ, কর্মসূচির নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টা থাকলেও কেন্দ্রীয় নেতারা পৌঁছান ১২টা ২১ মিনিটে, এবং মঞ্চে ওঠেন ১টা ৪৪ মিনিটে। টানা রোদে ছায়া বা বিশ্রামের কোনো সুব্যবস্থা ছিল না। এমনকি সাংবাদিকদের জন্য ছিল না নির্ধারিত কোনো স্থান। দুপুর ২টা ১৫ মিনিটে মঞ্চ ত্যাগ করার আগপর্যন্ত সাংবাদিকদের তীব্র গরমে অপেক্ষা করতে হয়, যা অনেকের শারীরিক অবস্থা বিপর্যস্ত করে তোলে।
ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, আমরা খবর সংগ্রহে মাঠে থাকি, কিন্তু আয়োজকদের দায়িত্বশীলতা থাকলে এমনটা হতো না। তীব্র তাপদাহে ছায়া বা পানির ব্যবস্থা করাও তাদের কর্তব্য ছিল।
উল্লেখ্য, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলাম, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিনসহ কেন্দ্রীয় নেতারা সাতক্ষীরায় দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নেন।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: