বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


গণআন্দোলনে নিহত ১০ পরিবারের পাশে বিএনপি


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১৮:৫৫

আপডেট:
১৬ জুলাই ২০২৫ ০২:৪১

ছবি সংগৃহীত

চব্বিশের গণআন্দোলনে নিহত কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গণআন্দোলনের সময় কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিহত হন— শহীদ গোলাম রব্বানী, শহীদ আশিকুর রহমান, শহীদ নূর আলম, শহীদ রাশেদুল ইসলাম, শহীদ রায়হানুল ইসলাম, শহীদ সৈকত, শহীদ মো. আব্দুল্লাহ আল তাহির, শহীদ কামাল আহম্মেদ বিপুল, শহীদ শফিকুল ইসলাম, শহীদ শফিকুল ইসলাম শফি

শহীদ পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top