মশা তাড়াতে গিয়ে গোয়ালঘরে আগুন, নারীর মৃত্যু
প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১০:৩৪
আপডেট:
২৯ জুলাই ২০২৫ ১৯:৫২

জামালপুরে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোঁয়া দেওয়ার সময় অগ্নিকাণ্ডে কুলসুম বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাতে মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে নিহত কুলসুম বেগম ওই এলাকার জাক্কু মণ্ডলের স্ত্রী।
জানা গেছে, জাক্কু মণ্ডল স্ত্রী কুলসুম বেগম গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোঁয়া তৈরি করেন। এ সময় গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কুলসুম বেগম গোয়াল ঘরে থাকা গরু ও ছাগল বাঁচাতে গোয়াল ঘরে প্রবেশ করেন। এ সময় গরুর পায়ের নিচে পড়ে আহত হয়ে অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় জাক্কু মন্ডলের গোয়াল ঘরে থাকা ২টি গরু ও ৩টি ছাগল মারা যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
নিহত কুলসুমের ছেলে ওমর ফারুক বলেন, কয়েকদিন থেকে গোয়াল ঘরের মশারি খুলে রাখা হয়েছিল। মশা তাড়ানোর জন্য দেওয়া ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। আমার মা আগুন দেখে গোয়াল ঘরের গরু, ছাগল বের করতে গেলে গরুর পায়ের নিচে পড়ে আহত হয় ও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনা শুনেছি, এখনো কোন অভিযোগ পায়নি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: