বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


ধরা পড়ে স্বর্ণের চেইন গেলার চেষ্টা নারী ছিনতাইকারীর


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ১৬:৫৬

আপডেট:
৩০ জুলাই ২০২৫ ১৭:০৮

ছবি ‍সংগৃহিত

সিএনজিচালিত অটোরিকশার দুই নারী সহযাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে দুই নারীকে আটক করা হয়েছে। ধরা পড়ার সময় ওই ছিনতাইকারীরা স্বর্ণের চেইন গিলে ফেলার চেষ্টা করেন। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় ঘটে এই ঘটনা।

পুলিশ দুজনকে থানায় নিয়ে গেছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন ধরমণ্ডল এলাকার তামান্না বেগম (২৬) ও ফাতেমা বেগম (২২)।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক কবির বলেন, উপজেলার কালিকাপ্রসাদের আকবরনগর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভৈরব শহরে আসেন চার নারী। দুই নারী রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় নেমে গেলে অন্য যাত্রীরা তাদের স্বর্ণের চেইন খোয়া যাওয়ার বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে তারা দুই নারী ছিনতাইকারীকে আটক করেন। এ সময় তারা চেইন গিলে ফেলার চেষ্টা করেন।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে চেইন উদ্ধার করে দেন এবং দুজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই নারী ছিনতাইকারী পালিয়ে যায়। পরে ভৈরব থানা পুলিশ সংবাদ পেয়ে তাদের থানায় নিয়ে যায়।

এসআই এমদাদুল হক কবিরের ভাষ্য, আটক দুই নারী ছিনতাইকারীর বিরুদ্ধে ভৈরব থানাসহ আশপাশের বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top