রাজশাহীতে ১৬ বছর পর বিএনপির সম্মেলন আজ
প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১১:০৪
আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০০

দীর্ঘ ১৬ বছর পর আজ ১০ আগস্ট রাজশাহী বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নগরীর শাহমখদুম ঈদগাহ মাঠের পাশে প্রশস্ত সড়কের ওপর প্যান্ডেল তৈরি করে প্রস্তুত করা হচ্ছে সম্মেলনের স্থান। সম্মেলন ঘিরে সাজসাজ রব পড়েছে নগরীজুড়ে। নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরী।
এই সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবেন প্রধান অতিথি। তিনি লন্ডন থেকে যোগ দেবেন ভার্চুয়াল মাধ্যমে। সম্মেলন সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে মহানগর বিএনপি। বাড়তি আগ্রহ রয়েছে বঞ্চিত নেতাকর্মীদের মাঝেও।
এবারের সম্মেলন খুবই গুরুত্ব পাচ্ছে দলের নেতাকর্মীদের কাছে। একদিকে সম্মেলন নিয়ে উচ্ছ্বাস অন্যদিকে হতাশা এবং আশঙ্কাও কাজ করছে দলটির অনেক নেতাকর্মীর মাঝে। সম্মেলন শেষে দলটির মহানগর পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে।
সেখানে মিজানুর রহমান মিনু সভাপতি ও শফিকুল হক মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কমিটি ২০১৬ সাল পর্যন্ত ছিল দায়িত্বে। এর পর আর কোনো সম্মেলন ও কাউন্সিল করার সুযোগ পায়নি দলটি।
আপনার মূল্যবান মতামত দিন: