বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


রিভলবারসহ হরকাতুল জিহাদ কর্মী গ্রেফতার


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১৭:১৬

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১৭:৪০

ছবি সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতার ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩২)। তিনি ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি বুলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে মাগুরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম আমতৈল গ্রামে শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয় এবং রফিকুল ইসলামকে আটক করে সকালে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তিনি কীভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন এবং তার সঙ্গে আর কারা জড়িত— আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেসব খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে অবস্থান করছিলেন। সম্প্রতি তাকে বিভিন্ন উগ্রপন্থি কর্মকাণ্ডে সক্রিয় থাকতে দেখা গেছে। একজন প্রতিবেশীর এভাবে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক মনে করছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হরকাতুল জিহাদ বাংলাদেশে বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল। বহু বছর আগে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হলেও গোপনে তারা নিজেদের কার্যক্রম চালিয়ে আসছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে। তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীপুর থানার ওসি ইদরিস আলী জানান, এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে হরকাতুল জিহাদের সঙ্গে সম্পৃক্ততা এবং সংগঠনের অন্য সদস্যদের খুঁজে বের করার জন্য বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top