শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১০:৫৪

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১১:৪২

ছবি সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে মাহফুজা আক্তার নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মাহফুজা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের মৃত নান্নু মোল্লার মেয়ে।

এলাকাবাসী ধারণা করছেন, শিশুটি গতকাল বাড়ির পেছনে পুকুরে একা একা গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায়।

দীর্ঘ সময় বাড়ির লোকজন মাহফুজাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে মাহফুজার মা পুকুর ঘাটে তার পরনের জামা দেখতে পান। এরপর তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় মাহফুজাকে উদ্ধার করে।

মাহফুজার ভাই রবিউল মোল্লা জানান, মাহফুজাকে পুকুর থেকে তুলে পাশের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top