শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


চোর সন্দেহে পিডিবি ঠিকাদারের কর্মীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১২:১০

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১২:১০

ছবি সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের এক কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) রাতে নিহত লোকমান হোসেনের সহকর্মী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিডিবি ঠিকাদারের কর্মী লোকমান হোসেন ও মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে অপ্রয়োজনীয় ১৬০ কেজি মালামাল বিক্রির জন্য হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আসাদনগরে ভাঙারি ব্যবসায়ী বাবুলের দোকানে যান।

এ সময় তারেক আজিজ, শরিফ ও নার্গিস আক্তার তাদের চোর সন্দেহে রশি দিয়ে বেঁধে রাখেন। এক পর্যায়ে তারেক লোহার দণ্ড দিয়ে লোকমানের হাতে ও পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে। তখন লোকমান প্রচণ্ড ঘামতে থাকেন এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঢাকা পোস্টকে বলেন, নিহত লোকমান হোসেন (৩৫) শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। মামলার বাদী মোস্তাফিজুর রহমান (২৮) শেরপুরের শ্রিবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামি তারেক আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামি শরিফ ও নার্গিস আক্তারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে লোকমানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top