গাজীপুরে আগুনে পুড়ল ৮ মুদি দোকানসহ ঝুট গুদাম
প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১১:০৮
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৩:৩২

গাজীপুরের আমবাগে আগুনে পুড়ে গেছে ৮টি মুদি দোকান ও ১টি ঝুটের গোডাউনের মালামাল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোনাবাড়ি আমবাগ এলাকায় ভোর ৪টার দিকে চাচা ভাতিজা এন্টার প্রাইজ নামে একটি ঝুট গুদামে শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি ঝুট গুদাম ও ৮টি মুদি দোকান এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
এসএন/রুপা
আপনার মূল্যবান মতামত দিন: