শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২১শে ভাদ্র ১৪৩২


ভাঙ্গায় ৪ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০০

ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। সড়ক অবরোধ চার ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তিন দিনের আল্টিমেটাম দিয়ে প্রত্যাহার করে নিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সাড়ে ১২টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

আন্দোলনকারীরা জানিয়েছে, দুপুর ১২টার দিকে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে চলে আসেন। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সহমত পোষণ করেন। তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রয়োজনে আবারও অনুরোধ জানাবেন যাতে ভাঙ্গাকে বিভক্ত করা না হয়।

এক পর্যায়ে ইউএনও মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধকারীদের অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানান।

আন্দোলনকারীদের একজন ভাঙ্গার হামিরদীর বাসিন্দা কাজী আরিফ বলেন, ইউএনওর আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর সোয়া ১২টার দিকে আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে আমরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছি—আগামী মঙ্গলবারের মধ্যে আমাদের ভাঙ্গার বিভাজন রোধ করা না হলে পুনরায় কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে একই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ভাঙ্গাবাসীর দাবির প্রতি তিনি সহানুভূতিশীল। ভাঙ্গা একটি ঐতিহ্যবাহী উপজেলা। এ বিষয়টি তিনি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি বলেন, এই বিভাজন রোধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, অবরোধকারীরা গাছের গুঁড়ি ফেলে ও সড়কে টায়ার জ্বালিয়ে দুটি মহাসড়কের অন্তত পাঁচটি জায়গায় অবরোধ করে। অবরোধের কারণে ওই দুটি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অবরোধকারীরা কোনো সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা অবনতির মতো পরিস্থিতি সৃষ্টি করেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top