শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২১শে ভাদ্র ১৪৩২


পটুয়াখালীতে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯

ছবি সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি ও তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আবুল হোসেন হাওলাদারের ছেলে মো. কাওসার (২৪), কলাপাড়া পৌর শহরের রনজিত গাইনের ছেলে আশিষ গাইন (৩০) এবং বরগুনার পোটকাখালী এলাকার জালাল প্যাদার ছেলে শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫)।

এর আগে, গত ১৪ জুলাই রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকায় ওই শিক্ষকের বাড়িতে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতদল। এ সময় তারা বাড়ি থেকে মূল্যবান মালামাল লুটের পাশাপাশি নববধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বলেন, ঘটনার পর থেকে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করা হলে তারা অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমরা কাজ করে যাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top