শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৭

ছবি : সংগৃহীত

নোয়াখালী বেগমগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার লোকনাথ মন্দিরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত ছিল। বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যে কচ্ছপগুলো সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য এবং একটি স্বেচ্ছাসেবক সংস্থা অংশ নেয়। উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত জীবিত কচ্ছপগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিকটস্থ জলাশয়ে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য: কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী তফসিল-১ ভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী পাচার একটি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top