গ্রেফতার ৪
নাটোরে ট্রাক-বাস থেকে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১
আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯

নাটোরে অভিযান চালিয়ে এক ট্রাক ও বাস থেকে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট পরিচলনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
সকালে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) এলাকার মো. দুলাল উদ্দিনের ছেলে মো. ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়ার এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯), শিবগঞ্জ উপজেলার শেখটোলা কাশিবাটিপাড়া এলাকার মো. মজু'র ছেলে মো. লালন (২৫) এবং একই এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫)।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম ভোরে শহরের বনবেলঘরিয়া এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করেন। এসময় নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলসকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাসির এক পর্যায়ে যাত্রী সিটের পায়ের নিচে পৃথক দুই বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এবং একই সময় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাককে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ক্যারেটের নিচে ছয়টি চটের বস্তা থেকে ১৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বনের কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: