নীলফামারীর উত্তরা ইপিজেড
দেড় হাজার কোটি টাকার গ্যাস প্রকল্প, গ্যাস মেলেনি দুই বছরেও
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫ ১১:৫৯
আপডেট:
১৪ অক্টোবর ২০২৫ ০০:২১

প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ শেষ হলেও দুই বছরেও গ্যাস সরবরাহ হয়নি নীলফামারীর উত্তরা ইপিজেড ও আশপাশের শিল্পাঞ্চলে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে উদ্যোক্তাদের, কেউ কেউ লোকসানও গুনছেন।
সরকার ২০২০ সালে ১ হাজার ৪৭০ কোটি টাকার বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সরবরাহ প্রকল্প অনুমোদন দেয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এই প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় ৩০৫ একর জমি অধিগ্রহণ, ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন, তিনটি গ্যাস স্টেশন ও একাধিক নদী-খাল ক্রসিং নির্মাণ করা হয়। পরিকল্পনা ছিল ২০২৩ সালের শেষ নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে। কিন্তু অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ হয়নি।
জিটিসিএল বলছে, সিটিগেট ও সরবরাহকেন্দ্রে রেগুলেটিং ও মিটারিংয়ের কাজ শেষ। সৈয়দপুর সরবরাহকেন্দ্রের ডিআরএস নির্মাণও সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রতিদিন ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব। তবে ওই সব কেন্দ্র এখনো চালু হয়নি, প্রধান ফটক তালাবদ্ধ পড়ে আছে।
গ্যাস না থাকায় বাইরে থেকে অধিকমূল্যে গ্যাস কিনে আনতে হচ্ছে উদ্যোক্তাদের। এতে খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ, অনেক সময় লোকসানও গুনতে হচ্ছে। কেউ কেউ নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছেন।
ইকু গ্রুপের মালিক সিদ্দিকুর আলম সিদ্দিক বলেন, গ্যাস না থাকায় প্রায়ই উৎপাদন ব্যাহত হয়। বাইরে থেকে বেশি দামে গ্যাস কিনে আনতে হচ্ছে। এতে খরচ বেড়ে যায়।
রয়েল রিলাক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক রাজু পোদ্দার বলেন, অবকাঠামো তৈরি হওয়ার পরও গ্যাস না পাওয়ায় আমরা হতাশ। দ্রুত গ্যাস সরবরাহ হলে উৎপাদন বাড়াতে পারব।
নারী সংগঠক ও প্রভাষক শিউলি বেগম বলেন, সৈয়দপুরে গ্যাস আসলে অনেক কারখানার উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থান হবে। কিন্তু অবকাঠামো তৈরি হওয়ার পরও গ্যাস আসেনি।
সৈয়দপুর বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মিশউর রহমান বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাওয়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গ্যাস সরবরাহের অবকাঠামো প্রস্তুত আছে। পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। দ্রুত গ্যাস সরবরাহ শুরু হবে।
আপনার মূল্যবান মতামত দিন: