রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ৩


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২১ ২০:৩৫

আপডেট:
১৮ ডিসেম্বর ২০২১ ২৩:৫২

ছবি-সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ইটভাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)। আহত দুজন হলেন- খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।

হতাহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে বলে জানিয়েছে ‍পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মইনুল ইসলাম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে শাহবাজপুর সিএনজিচালিত অটোরিকশা যোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top