সোমবার, ৫ই জানুয়ারী ২০২৬, ২২শে পৌষ ১৪৩২


ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চাপায় এনজিও কর্মী নিহত


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১২:২২

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ২০:৪৬

ছবি : সংগৃহীত

মাদারীপুরে গাড়ি চাপায় সুমন সরদার (৩১) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি।

হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল মাদারীপুরের রাজৈরে ফিরছিলেন সুমন। পথিমধ্যে সমাদ্দার নামকস্থানে এলে ঘন কুয়াশায় ঢাকা পড়ায় একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একজন অফিসার সুমনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মস্তফাপুর হাইওয়ে থানায় (সাধুর ব্রিজ ফাঁড়ি) খবর দেয়। এসময় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ওই গাড়িটিকে এখনো উদ্ধার বা শনাক্ত করা যায়নি।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার (সাধুর ব্রিজ ফাঁড়ি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রশিদ ঢাকা পোস্টকে বলেন, ভোর বেলা অজ্ঞাতনামা একটি গাড়ি ওই এনজিও কর্মীকে চাপা দিয়ে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের মরদেহ রাজৈর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top