বৃহঃস্পতিবার, ৮ই জানুয়ারী ২০২৬, ২৫শে পৌষ ১৪৩২


মৌলভীবাজারে শীতের দাপটে কাহিল শ্রমজীবীরা


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬ ১১:৫১

আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ১০:৫৮

ছবি : সংগৃহীত

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলায় শীতের তীব্র দাপটে কয়েকদিনে জনজীবনে নেমে এসেছে ছন্দপতন। গত কয়েকদিন ধরে এই জেলার পাহাড়ি অঞ্চল, চা বাগান এবং হাওরঘেরা এলাকাগুলোতে ভোর থেকে রাত পর্যন্ত বইছে হিমেল হাওয়া।

দিনভর আকাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তার তেজ যেন বেঁধে রাখা কুয়াশার চাদরের ভেতরেই হারিয়ে যায়। ফলে উত্তাপ ছড়াতে পারছে না সূর্যের আলো।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন চা বাগানের শ্রমজীবী মানুষ, যারা অল্প পোশাকে খোলা পরিবেশে কাজ করেন। নিম্ন আয়ের মানুষজন, বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও বয়স্করা শীত নিবারণে আগুন জ্বালিয়ে কোনোভাবে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন।

চা শ্রমিক রুবি উড়াং বলেন, ভোর থেকে ঠান্ডায় হাত-পা জমে যায়, তবু কাজ করতে হয়। গরম কাপড় নাই, সন্তানরা ঠান্ডায় কষ্ট পায়।

জেলা শহরের ফুটপাতের দোকানি রাকিব মিয়া জানান, সকালে দোকান খুলতে ভয় লাগে। কাস্টমারও কম আসে, ঠান্ডায় বসে থাকা যায় না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈতপ্রবাহ ও কুয়াশার কারণে দিনের বেলা রোদ না থাকায় শীতের তীব্রতা বাড়ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top