রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ পুলিশ আহত


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৪:৪৭

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ার আজিজনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (০২ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) নাজমুল ইসলাম, নায়েক অনুকূল বর্মন, কনস্টেবল সিরাজুল ইসলাম মুন্না ও আবদুস সালাম। তারা সবাই ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়নে (এপবিএন) কর্মরত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাওয়ার পথে আজিজনগর এলাকায় পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারের ৮ এপিবিএনে কর্মরত চার পুলিশ সদস্য আহত হন। তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top