রংপুরে বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০
প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৫৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৪:৪৫

রংপুরের কাউনিয়া সড়কে দুটি বাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতি আর ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনিন্দ্য ও শ্যামলী পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে গেছে এবং অরেকটির সামনের অংশ দুমড়ে গেছে।
রংপুর বিভাগ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, সকালে কুড়িগ্রাম থেকে রাজশাহীগামী অনিন্দ্য পরিবহন ও কুড়িগ্রামগামী শ্যামলী পরিবহনের সঙ্গে একটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় অপর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে দুই নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: