মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


লক্ষ্মীপুরে আইইবি'র মানববন্ধন


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫৩

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৫২

ছবি- সময়নিউজ ডট নেট

জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরন সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের প্রতিবাদে লক্ষ্মীপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা আইিইবি( ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন,বাংলাদেশ) এই মানববন্ধন কর্মসূচী পালন করে। আধাঘন্টা স্থায়ী এই মামববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, যার কাজ সে করবে। এডিপি ভুক্ত শতভাগ কাজের পরিবীক্ষন ও মূল্যায়ন করার জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করার যে আদেশ জনপ্রশাসন মন্ত্রনালয় দিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবী জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top