বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা পেলেন ৮ নারী
প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩৫
আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩৬
ছবি : সংগৃহীত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে টাঙ্গাইলে ৮ নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নারী বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে যোগদেন - জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার সরকার মো. কায়সার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা রবিজান, বীর মুক্তিযোদ্ধা শেফালী ও বীর মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিয়া আক্তার ডলী, ঘাটাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজা ইসলাম বিউটি ও বীর মুক্তিযোদ্ধা জহুরা খাতুন, কালিহাতী উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাজেরা খাতুন, মির্জাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা রবিজান, সখিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা শেফালী, দেলদুয়ার উপজেলার বীর মুক্তিযোদ্ধা রিক্তা বেগম উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: