‘ফেইসবুকে মন্তব্যের জেরে’ ৩ জনকে হত্যা
প্রকাশিত:
১৪ মার্চ ২০২২ ০০:২০
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৬:০৯

‘ফেইসবুক পোস্টে মন্তব্যের জের ধরে’ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তিন জনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার আড়াল এলাকায় শনিবার (১২ মার্চ) রাতে প্রতিপক্ষ তিনজনকে ছুরিকাঘাত করে বলে কাপাসিয়া থানার এসআই আবদুর রউফ জানান।
নিহতদের মধ্যে দুজন আপন ভাই। তারা হলো- উপজেলার দক্ষিণগাও চরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলমের ছেলে ফারুক হোসেন (২৬) ও নাঈম হোসেন (১৮)। অপরজনের নাম রবিন (২৪); তিনি একই এলাকার হিরণ মিয়ার ছেলে।
এসআই রউফ রোববার দুপুরে বলেন, ছুরিকাঘাতে আহত তিনজনকে প্রথমে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ভাইকে মৃত ঘোষণা করা হয়। আর রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুপুরে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) কামরুজ্জামান বলেন, “রবিন নামে এক যুবক রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
“শনিবার রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার বাড়ী গাজীপুরের কাপাসিয়ায়।”
কাপাসিয়া থানার এসআই বলেন,দুই ভাইয়ের লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলে জানান এসআই।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: