বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত : কাদের


প্রকাশিত:
১৫ মে ২০২২ ০১:৩০

আপডেট:
১৫ মে ২০২২ ০১:৩৩

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলে দুর্বৃত্তরা এত নৃশংসভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পারত না। এ ঘটনার পর খুনিদের নির্বিঘ্নে বিদেশে পাঠানো এবং তাদের বিভিন্ন বিদেশি দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান।

শনিবার (১৪ মে) দুপুর ১২টায় মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের নাম উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ ঋণগ্রস্ত বলে আপনারা যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে আপনাদের লজ্জা করা উচিত। বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বরং বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে।

ফখরুল ইসলামের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, ফরিদপুরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় আমার বক্তব্য নিয়ে আপনি টিপ্পনি কেটেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের দলের কেউ খারাপ কাজ করে থাকলে তাদের শাস্তি দিয়েছেন, যার নজির বিএনপিতে নেই।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top