সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষ, নিহত ৪
প্রকাশিত:
২৬ মে ২০২২ ১৮:৫৩
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৬:৫৬

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। তবে এই মুহূর্তে নিহতদের নাম-পরিচয় দেওয়া সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আপনার মূল্যবান মতামত দিন: