রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নওগাঁয় ট্রাকচাপায় ৪ শিক্ষকসহ ৫ জন নিহত


প্রকাশিত:
২৫ জুন ২০২২ ০৩:১৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:১২

ছবি-সংগৃহীত

নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (২৪ জুন) সকালে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলি এলাকার বলিহার কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পোল্টির খাবারবোঝাই ট্রাকটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন।

এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top