এবার চট্টগ্রামে বিদ্যুতের সাবস্টেশনে আগুন
প্রকাশিত:
২৯ জুন ২০২২ ০৫:৩৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:১৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়া বিদ্যুতের সাবস্টেশনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট । মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ২৬ মেগা ওয়াটের নতুন পাওয়ার ট্রান্সফর্মার চালু করলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওই সাবস্টেশন থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে বলেও জানান ফায়ার সার্ভিস স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: